অবশেষে ট্রাম্পের উপ-সহকারী রোববার ঢাকায় আসছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ সহকারী লিজা কার্টিসের আসন্ন বাংলাদেশ সফর হচ্ছে। আগামী রোববার একদিনের সফরে তিনি ঢাকায় আসছেন।

এ সফর নিয়ে বেশ অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জানান যে, লিসা কার্টিসের সফর স্থগিত হয়ে গেছে।

তবে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস বলেছে যে, অনিশ্চয়তা কেটে গেছে। নির্ধারিত কর্মসূচি মোতাবেক লিসা কার্টিস ঢাকায় আসছেন।

লিসা কার্টিস হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের জেষ্ঠ্য নির্বাহী। তিনি ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তার বৈঠক হবে। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ সন্ত্রাস দমন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সন্ত্রাস দমনসহ সার্বিক দ্বিপক্ষীয় ইস্যুতে লিসা কার্টিসের বৈঠক হতে পারে।

লিসা কার্টিসই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম বাংলাদেশে আসছেন।