আইপিএলকে ‘না’ বললেন স্টেইন

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জমজমাট এই টুর্নামেন্টে খেলার জন্য অধীর অপেক্ষায় থাকেন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বেশির ভাগ ক্রিকেটার। কিন্তু জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে এবার মুখ ফিরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

শনিবার (২ জানুয়ারি) তিনি জানিয়েছেন, আইপিএলের আগামী আসরে তিনি খেলবেন না। মূলত বিশ্রামে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওই সময়টায় সুযোগ বুঝে খেলতে চান অন্য লিগে।

আইপিএলে না খেলার বিষয়ে টুইটারে স্টেইন লিখেছেন, ‘সবাইকে জানিয়ে রাখছি যে, এ বছরের আইপিএল আসরে আমি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছি না। আইপিএলের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতেও আমি খেলব না। আমি একটু বিশ্রাম নিতে চাই। আরসিবিকে ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য। না, আমি অবসর নিচ্ছি না।’

এ ছাড়া অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি খেলাটিকে চালিয়ে যেতে আগ্রহী এবং খেলাটিকে ভালোবাসি। না অবসর নিচ্ছি না। ২০২১ সালটায় দারুণ হবে।’

আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।

এ ছাড়া সব মিলিয়ে এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই পেসার। উইকেট নিয়েছেন ৯৭টি।