আগামী ১৫০ দিন মাঠে থাকবে ঢাকা উত্তর আ.লীগ

বিএনপি অগ্নিসন্ত্রাসের যুগে ফিরে গেছে দাবি করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, ‘বিএনপি তাদের পুরোনো চরিত্রে ফিরে গেছে। আমরা আগামী ১৫০ দিন মাঠে থাকব।’

আজ রোববার তেজগাঁওয়ের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সভা করা হয়।

বিএনপির কর্মসূচির দিন সোমবার পুরোনো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করার কথা জানিয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সেটি পরে স্থগিত করা হয়। এ বিষয়ে শেখ বজলুর রহমান বলেন, সমাবেশটি বিশেষ কারণে স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘আমরা প্রতিদিনই মাঠে থাকব। পরবর্তী কর্মসূচি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত করে জানানো হবে।’

সভায় স্বল্প সময়ের নোটিশে গতকাল শনিবার গাবতলী ও উত্তরায় বিএনপির ‘সন্ত্রাস’ রুখে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।বিএনপি অগ্নিসন্ত্রাসের যুগে ফিরে গেছে দাবি করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, ‘বিএনপি তাদের পুরোনো চরিত্রে ফিরে গেছে। আমরা আগামী ১৫০ দিন মাঠে থাকব।’

আজ ৩০ জুলাই রোববার তেজগাঁওয়ের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সভা করা হয়।

বিএনপির কর্মসূচির দিন সোমবার পুরোনো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করার কথা জানিয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সেটি পরে স্থগিত করা হয়। এ বিষয়ে শেখ বজলুর রহমান বলেন, সমাবেশটি বিশেষ কারণে স্থগিত করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘আমরা প্রতিদিনই মাঠে থাকব। পরবর্তী কর্মসূচি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত করে জানানো হবে।’

সভায় স্বল্প সময়ের নোটিশে গতকাল শনিবার গাবতলী ও উত্তরায় বিএনপির ‘সন্ত্রাস’ রুখে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।