আগ্রাবাদে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ওই অঞ্চলে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশে ব্যাংকের অফ সাইড সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

রোববার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম যাতে ব্যহত না হয় এ জন্য কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয়।

এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সংক্রান্ত সমস্যার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

ব্যবসায়ীদের ধারনা বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে বন্দরে পণ্য জট কিছুটা হলেও কমবে। আর ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা।