আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বিকল্পধারার সংলাপ

ডক্টর কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের পর এবার বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিবে।

গত ৩০ অক্টোবর সন্ধ্যার কিছুক্ষণ পর রাজনৈতিক সমস্যা সমাধান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার ইচ্ছা জানিয়ে চিঠি দেয় বিকল্পধারা বাংলাদেশ। চিঠি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রউফ মান্নান।

সেদিন রাতেই বিকল্পধারার কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে ফিরতি চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। ২ নভেম্বর সন্ধ্যায় সাড়ে সাতটায় তাদের গণভবনে আমন্ত্রণ জানানো হয়।