আজ সুপারষ্টার ওমর সানীর জন্মদিন

সানী মতিউর : বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম প্রধান অভিনেতা,রেম্বো স্টাইল কিং সুপারষ্টার ওমর সানীর ৫১তম জন্মদিন।তিনি এই দিনে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। অভিনয়ের পাশাপাশি নব্বই দশকে তার প্রায় অর্ধডজন উপন্যাস প্রকাশিত হয়। তম্মোধ্যে দুরন্ত ভালোবাসা, তুমি সুন্দর উল্লেখযোগ্য।১৯৮৭ সালে কলেজে পড়াশুনা করা অবস্থায় ‘মশাল’ ছবিতে নায়কের কিশোর চরিত্রে অভিনয় করেন।এরপর ১৯৯২ সালে নূর হোসাইন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ এবং শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমে এদেশের সকল শ্রেণির দর্শকদের অন্তরে ঠাঁই নিয়ে চিত্রজগতে তার সুদৃঢ় স্থান গড়েন।তিনি নব্বই দশকের শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমীর সাথে জুটিবদ্ধ হয়ে বহু সুপার হিট ছবি উপহার দেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামে দুই সন্তানের জনক সুপারষ্টার ওমর সানী নব্বই দশকের শেষ পর্যন্ত রাজত্ব করে কয়েক বছর বিরতি দিয়ে ২০০৩ সালে উত্তম আকাশ পরিচালিত ‘ওরা দালাল’ ছবির মাধ্যমে খল চরিত্রে অভিনয় করেন এবং এখানেও তিনি সফলতা পান।কয়েক বছর খল চরিত্রে অভিনয় করে আবার নায়ক হিসেবে কাজ শুরু করেন এবং সাফল্য পান পূর্বের মতোই।

ওমর সানী চলচ্চিত্রের শুধু একজন সফল অভিনেতাই নয় তিনি একজন সফল পিতা,সফল স্বামী,প্রেমিক,সফল ব্যবসায়ী,সফল চলচ্চিত্র নেতা,সফল জননেতা,সফল সমাজসেবক,সফল উপস্থাপক,সফল বক্তা,সফল ধর্মপরায়ন,সফল নির্মাতা,সফল মডেল,সফল ঔপনাসিক এবং সফল আইডল।বিশ্বের প্রেমিক-প্রেমিকাদের কাছে ওমর সানী-মৌসুমী শ্রেষ্ঠ আইডল।তার ভক্তদের প্রতিষ্ঠিত সুপারষ্টার ওমর সানী ফ্যান ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও তিনি পাশে থাকেন প্রতিনিয়ত।এ ফ্যান ক্লাবের প্রধান এ্যাডমিন ও পরিচালক রুহুল আমিন কিরনের দক্ষ নেতৃত্বে এবং সার্বিক তত্বাবধানে সারোয়ার,ফজল মাহমুদ,ফরহাদ খানসহ কিছু দক্ষ এ্যাডমিন,মডারেটর,সিনিয়র সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।এক প্রশ্নের উত্তরে প্রধান এ্যাডমিন ও পরিচালক রুহুল আমিন কিরন বলেন,আমরা আমাদের প্রিয় সানী ভাইকে একক নায়ক হিসেবে এ্যাকশন ও সামাজিক এ্যাকশন মুভিতে দেখতে চাই এ ব্যাপারে সানী ভাইয়ের প্রিয় পরিচালকদের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন। আজ ওমর সানীর শুভ জন্মদিনে তার কোটি কোটি ভক্তবৃন্দরা ফেসবুকে তার প্রিয় নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।সুপারষ্টার ওমর সানী ফ্যানক্লাবে আজ শত শত পোষ্ট হচ্ছে তাদের প্রিয় তারকা ওমর সানীকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।

বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,প্রখ্যাত সাংবাদিক মোস্তফা কামাল মাহদীও জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠন সুপারষ্টার ওমর সানীর জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সুপারষ্টার ওমর সানী অভিনীত ছবিগুলো হচ্ছে-

১।মশাল(‌কি‌শোর চ‌রি‌ত্রে)
২।আমার জান(সু‌চিত্রা)
৩।চাঁ‌দের আলো(মু‌ক্তি)
৪।‌দোলা(‌মৌসু‌মি)
৫।আ‌খেরী হামলা(‌নি‌শি)
৬।আ‌খেরী রাস্তা(ওমরসা‌নি)
৭।কাল পুরুষ(চম্পা)
৮।জা‌নের দুশমন(‌নি‌শি)
৯।আত্ম অহংকার(‌মৌসু‌মি)
১০।‌মিথ্যা অহংকার(‌মৌসু‌মি)
১১।এই নি‌য়ে সংসার(সু‌চিত্রা)
১২।চাঁ‌দের হা‌সি(নওশীন)
১৩।গৃহবধূ(‌শিল্পী)
১৪।বাংলার বধূ(‌জিনাত)
১৫।অ‌গ্নিপথ(‌জিনাত)
১৬।সাব্বাস বাঙ্গালী(রূপসা)
১৭।চরম আঘাত(অরুনা)
১৮।মহৎ(শাহনাজ)
১৯।‌প্রেমগীত(‌লিমা)
২০।ঘা‌য়েল(আ‌লো,‌লিমা)
২১।চালবাজ(শাহনাজ)
২২।উল্কা(‌মৌসু‌মি)
২৩।লজ্জা(‌মৌসু‌মি)
২৪।মু‌ক্তির সংগ্রাম(‌মৌসু‌মি)
২৫।র‌ঙ্গিন রংবাজ(‌মৌসু‌মি)
২৬।কাল না‌গিনীর প্রেম(‌মৌসু‌মি)
২৭।ক‌লিজার টুকরা(শাহনাজ)
২৮।সংসা‌রের সুখ দুঃখ(মৌসু‌মি)
২৯।শা‌ন্তি চাই(‌মৌসু‌মি)
৩০।পা‌পের শা‌স্তি(মৌসু‌মি)
৩১।‌গোলাগু‌লি(‌মৌসু‌মি)
৩২।‌মোনা‌ফেক(মৌসু‌মি)
৩৩।র‌ঙ্গিন নয়ন ম‌ণি(শাবনূর)
৩৪।‌কে অপরাধী(শাবনূর)
৩৫।‌প্রে‌মের অহংকার(শাবনূর)
৩৬।অ‌ধিকার চাই(শাবনূর)
৩৭।মধুর মিলন(শাবনূর)
৩৮।‌ছিনতাই(চম্পা)
৩৯।রূপসী রাজকন্যা(‌মৌসু‌মি)
৪০।ঘাত প্র‌তিঘাত(‌মৌসু‌মি)
৪১।হু‌লিয়া(শাহনাজ)
৪২।গরীবরাও মানুষ(‌মিতু)
৪৩।কু‌লি(প‌পি)
৪৪।তু‌মি সুন্দর(মৌসু‌মি)
৪৫।ফাঁ‌সির আসামী(‌মৌসু‌মি)
৪৬।ত্যাজ্যপুত্র(‌মৌসু‌মি)
৪৭।কথা দাও(‌মৌসু‌মি)
৪৮।হারা‌নো প্রেম(‌মৌসু‌মি)
৪৯।গরী‌বের রাণী(‌মৌসু‌মি)
৫০।বা‌পের টাকা(মৌসু‌মি)
৫১।‌স্নে‌হের বাঁধন(‌মৌসু‌মি)
৫২।লাট সা‌হে‌বের মে‌য়ে(মৌসু‌মি)
৫৩।প্রথম প্রেম(মৌসু‌মি)
৫৪।আমার বউ(প‌পি)
৫৫।সু‌খের স্বর্গ(‌মৌসু‌মি)
৫৬।চক্রান্ত(অরুনা)
৫৭।ক্ষুধা(‌মৌসু‌মি)
৫৮।‌প্রেম প্র‌তি‌শোধ(‌সো‌নিয়া)
৫৯।‌প্রিয় তু‌মি(‌মৌসু‌মি)
৬০।শয়তান মানুষ(‌মৌসু‌মি)
৬১।কাঞ্চন মালা(অনজু,ভারত)
৬২।গরী‌বের সম্মান(অনজু ও ঋতুপর্ণা,ভারত)
৬৩।ওরা দালাল(‌ভি‌লেন)
৬৪।খালাস(‌ভি‌লেন)
৬৫।নরক(‌ভি‌লেন)
৬৬।‌জি‌দ্দি ড্রাইভার(‌ভি‌লেন)
৬৭।আব্বাস দা‌রোয়ান(ভি‌লেন)
৬৮।দাদীমা(মা‌রিয়া)
৬৯।মা‌য়ের হা‌তে বে‌হে‌স্তের চা‌বি
৭০।ধমক(‌ভি‌লেন)
৭১।ক্ষমতার গরম(‌ভি‌লেন)
৭২।‌রিক্সাওয়ালার প্রেম(‌ভি‌লেন)
৭৩।পৃ‌থিবী টাকার গোলাম(‌ভি‌লেন)
৭৪।বাবা আমার বাবা(‌ভি‌লেন)
৭৫।প্রজাপ‌তি(ক্যা‌মিও)
৭৬।গাদ্দারী(‌ভি‌লেন)
৭৭।‌নি‌খোঁজ সংবাদ(‌ভি‌লেন)
৭৮।‌বি‌দ্রোহী সালাউদ্দীন(‌ভি‌লেন)
৭৯।আমার প্রা‌ণের স্বামী(ভি‌লেন)
৮০।বল‌বো কথা বাসর ঘ‌রে(‌ভি‌লেন)
৮১।আ‌মি জেল থে‌কে বল‌ছি
৮২।দজ্জ‌াল শাশুড়ী(‌ভি‌লেন)
৮৩।স্বামী স্ত্রীর ওয়াদা(‌ভি‌লেন)
৮৪।জীবন নি‌য়ে যুদ্ধ(‌ভি‌লেন)
৮৫।জবাব দে(‌ভি‌লেন)
৮৬।চ্যা‌লে‌ঞ্জের মু‌খে(‌ভি‌লেন)
৮৭।বাঁচাও দেশ(‌ভি‌লেন)
৮৮।সা‌হেব না‌মে গোলাম(‌মৌসু‌মি)
৮৯।আজ‌কের রূপবান
৯০।আজব প্রেম(‌ভি‌লেন)
৯১।‌কি দারুণ দেখ‌তে
৯২।নষ্ট(‌ভি‌লেন)
৯৩।দানব সন্তান(‌ভি‌লেন)
৯৪।জমজ(‌ভি‌লেন)
৯৫।আই লাভ ইউ
৯৬।ভূল সবই ভূল(‌ভি‌লেন)
৯৭।‌নি‌ষিদ্ধ প্রেম(‌ভি‌লেন)
৯৮।তু‌মি ক‌তো সুন্দর(‌ভি‌লেন)
৯৯।জগত সংসার(‌ভি‌লেন)
১০০।অবাধ্য সন্তান(‌ভি‌লেন)
১০১।‌খেসারত(‌ভি‌লেন)
১০২।আমা‌দের সন্তান(‌ভি‌লেন)
১০৩।নষ্ট জীবন(‌ভি‌লেন)
১০৪।ঢাকা টু বো‌ম্বে(‌ভি‌লেন)
১০৫।রাজু আমার ভাই(‌ভি‌লেন)
১০৬।এক‌রোখা(‌ভি‌লেন)
১০৭।ফুটপা‌তের শা‌হেনশাহ(ভি‌লেন)
১০৮।‌জি‌রো থে‌কে টপ হি‌রো
১০৯।ক‌ঠিন প্র‌তিজ্ঞা(‌ভি‌লেন)
১১০।বাংলার হি‌রো(‌ভি‌লেন)
১১১।‌যৌথ বা‌হিনী(‌ভি‌লেন)
১১২।এক জবা‌নের জ‌মিদার হে‌রে গে‌লেন এইবার
১১৩।রাজা ৪২০(রা‌বিনা বৃ‌ষ্টি)
১১৪।ভালবাস‌বোই‌তো(মৌসু‌মি)
১১৫।শূণ্য(রে‌সি)
১১৬।লাল সবু‌জের সুর(‌রে‌সি)
১১৭।মার ছক্কা(অরুনা)
১১৮। বু‌লেট বাবু
১১৯। পাগল তোর জন্য রে(‌ভি‌লেন)
১২০।‌ মিয়া বি‌বি রা‌জি
১২১। রাজা বাবু(শাহনূর)
১২২। আইসক্রীম
১২৩। রান আউট
১২৪। পূর্ণ‌দৈর্ঘ্য প্রেম কা‌হিনী ২
১২৫। এক কাপ চা(ক্যা‌মিও)
১২৬।‌ দিওয়ানা মন
১২৭। আ‌মি নেতা হ‌বো(মৌসু‌মি)