জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, একুশে পদক ও স্বাধীনতা পদক পাওয়া আব্দুল জব্বার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এমনটাই জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক।

শনিবার বিকেলে তিনি জানান, আব্দুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যে কোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।

এদিকে আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, ‘আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনো ভাবেই এর উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভিড় করেছেন। ভিড় এবং যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি ঠেকানোর জন্য পুলিশকে ডেকে আনা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।