আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করিনি, মন্তব্য হাইকোর্টের

বরগুনায় রিফাত শরীফকে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার শুনানিতে হাইকোর্ট বলেছেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করিনি।

বৃহস্পতিবার দুপুরে রিফাত হত্যার শুনানিতে সন্ত্রাসী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় হাইকোর্ট এই মন্তব্য করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্জ এ মন্তব্য করেন।

এ সময় আদালত আরো বলেন, এই মামলাটি হাইকোর্টের সবসময় তদারকিতে থাকবে।

হাইকোর্ট আরো বলেন, নয়ন বন্ডরা একদিনে তৈরি হয়নি। তাদের দিনের পর দিন তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাত শরীফের স্ত্রী আয়েশা দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।

পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।