আমার বিয়েতেও এত ছবি ওঠেনি: কাঞ্চন মল্লিক

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জিতেছেন তিনি। বৃহস্পতিবার (৬ মে) বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এদিন ছিল অভিনেতার ৫১তম জন্মদিন।

জন্মদিনে নতুন পরিচয়ে শপথ। স্বাভাবিকভাবেই অন্যরকম আমেজে ছিলেন অভিনেতা। শপথ গ্রহণ শেষে বিধানসভা ভবন ঘুরে দেখতে বেরিয়ে ছিলেন কাঞ্চন মল্লিক। সেখানে ঘটে বিপত্তি। যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে সেলফি তোলার হিড়িক। শেষ পর্যন্ত কাঞ্চন বলেই ফেলছেন, ‘আমার বিয়েতেও এত ছবি ওঠেনি’।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে আত্মবিশ্বাসী ছিলেন কাঞ্চন। ভোট প্রচারে গেছেন উত্তরপাড়ার প্রতিটি দুয়ারে দুয়ারে। শুনেছেন মানুষের সমস্যার কথা। বিধায়ক হিসেবে তাই পুরো অঞ্চলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এ অভিনেতা। তার ভাষায়, ‘এত মানুষের ভালোমন্দের ভার এখন আমার’।

আপনার প্রথম কাজ কী হবে? ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘করোনা পরিস্থিতি সামাল দেয়া হবে আমার প্রথম কাজ। আগে মানুষগুলোকে বাঁচাতে হবে, সংক্রমণ আটকাতে হবে। নিজের এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’

অভিনেতা হিসেবে কাঞ্চন সফলতা পেয়েছেন অনেক আগেই। এবার জননেতা হিসেবে সফলতা পেতে চান তিনি। যাদের কারণে তিনি নেতা হতে পেরেছেন তাদের পাশে সবসময় থাকতে চান। কাঞ্চন বিশ্বাস করেন, যে রাঁধে, সে চুলও বাঁধে।

তাই, রাজনীতির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন দুটি ওয়েব সিরিজের কাজ। আপাতত হাতে আছে একটি রিয়েলিটি শোয়ের কাছ।

কাঞ্চন মল্লিকের দীর্ঘদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ। বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরেছেন। তার প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে কাঞ্চন বলেন, ‘নো কমেন্টস’।