উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ

উত্তর কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শনিবার তিনি এ কথা জানান।

খবর নিউইয়র্ক টাইমসের।

বেইজিংয়ে একদল সাংবাদিককে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিনটি চ্যানেলে পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি কথা বলেছে। তবে দেশটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে সংলাপ করতে কোনো আগ্রহ দেখায়নি।

তিনি বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, আমরা তাদের সঙ্গে কথা বলি। তবে যুক্তরাষ্ট্রের কোন কর্মকর্তারা উত্তর কোরিয়ার সঙ্গে এমন যোগাযোগে জড়িত তাদের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি টিলারসন।