একটি ঈগল এবং সাতরঙা হাসি || অনিন্দ্য আসাদ

একটি ঈগল এবং সাতরঙা হাসি
অনিন্দ্য আসাদ


রুদ্র ঈগলের সোনালী বর্ষনে
প্রতিদিন প্লাবিত হয় এই ধরনী,
স্তনের স্রোতে বয়ে যায়
অমৃত বিবর্ণ জল ধারা।
নির্ভেজাল জলের ছোঁয়ায় বুকের লোমেরা
পৌঢ় থেকে জওয়ানে চলে আসে
এবং সেখানে মেলা জমে অহরহ।
অশ্বত্থের পাতার উপর প্রত্যহ সকালে
পুড়িয়ে হত্যা করা হয়
সহস্র আঁতুড় জলের শিশুকে।
কখনো পালকে উলঙ্গ দেহকে
ঢাকতে গেলেই
আকাশ চাদর ধারণ করায়
নোনতা ঘামের ঝর্ণাটা
এক লয়ে নেমে আসে।
এবং একটু পরেই
সাত রঙে মেতে ওঠে
অধরা হাসিতে।