‘এখানে স্লোগান না দিয়ে এলাকায় যান, উন্নয়ন চিত্র তুলে ধরেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ খুশি হয়ে থাকলে আগামী নির্বাচনে আবারও জয়ী হবে আওয়ামী লীগ। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের বার্তা দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ সব কথা বলেন তিনি।

সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আসেন দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সকাল ১০টা থেকে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ যদি ভোট দেয় তাহলে আসবো না দিলে নাই। জনগণকে যেয়ে বলতে হবে, জানাতে হবে আমরা কি কি কাজ করেছি।

তিনি বলেন, এখানে স্লোগান না দিয়ে যার যার এলাকায় যান আর আমরা কি কি কাজ করেছি জনগণকে বলেন। জনগণ খুশি হলে ভোট দিবে। দিলে আছি আর না দিলে নাই।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঈদ যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে ।’

প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর শোকের মাস আগস্ট। সেই বেদনা নিয়েও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন।