করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে টিকা বিতরণ শুরু

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে সুখবর হলো, যুক্তরাষ্ট্রে করোনার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বিতরণ শুরু হয়েছে।
স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কোম্পানির মিশিগানের কারখানা থেকে বিশেষ ট্রাকে করে টিকা বিতরণ শুরু হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রথম ২৯ লাখ ডোজ টিকা ৬৪টি রাজ্য, অঞ্চল ও বড় শহরসহ পাঁচটি ফেডারেল এজেন্সিতে পাঠানোর পরিকল্পনা করেছে। তবে টিকা কে প্রথম পাবে তা রাজ্য সরকার নির্ধারণ করবে।

দেশজুড়ে টিকা বিতরণের কাজটি দেখভাল করছেন জেনারেল গাস পারনা। তিনি বলেছেন, ‘আমি শতভাগ আস্থাশীল যে, আমরা এই মূল্যবান উপকরণ, অর্থাৎ করোনা শত্রুকে পরাজিত করতে প্রয়োজনীয় টিকাটি নিরাপদে বিতরণ করতে পারব।’