করোনা: সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা

সাতক্ষীরার কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ৩শ’ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পিরোজপুর মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর ভিতরে ছিলো জনপ্রতি চাউল ১০ কেজি, ডাল ৫ কেজি, আলু ৫ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি।

সংস্থার পরিচালক জিএম ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় ও সভাপতি জিএম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদে চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. হাবিব ফেরদৌস শিমুল, সংস্থার হিসাব রক্ষক আব্দুস সালাম, পলাশ মজুমদার প্রমূখ।

প্রধান অতিথি বলেন, ‘বার বার হাত ধোয়া, মাস্ক পরিধান করা, ভিড় এড়িয়ে চলাই করোনা থেকে বেঁচে থাকার প্রধান উপায়।’

সেই সাথে সাথে তিনি বিনা কারণে বাড়ি থেকে বের হতে উপজেলাবাসীকে নিরুৎসাহিত করেন।