কলাপাড়ায় অতিবৃষ্টিতে পুনর্বাসনকেন্দ্রে ধ্বস, ঝুকিপূর্ণ বেশ কয়েকটি বিল্ডিং

পটুয়াখালীর কলাপাড়ায় অতিবৃষ্টিতে পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর দেয়া পূনর্বাসন কেন্দ্রের সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে। বিভিন্ন জায়গা দিয়ে মাটি ও বালি ধ্বসে নেমে যাওয়ায় ফাটল ধরে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকটি একতলা বিল্ডিং।

উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে ২নং প্যাকেজে মঙ্গলবার সকাল থেকে টানা ৪ ঘন্টার ভাড়ি বর্ষনে এ ঘটনা ঘটে। পূনর্বাসন কেন্দ্রের বাসীন্দাদের অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মানসহ নিম্নমানের কাজেই এমন ঘটনা ঘটেছে।

তাদের অভিযোগ, ইতোমধ্যেই বেশ কিছু বিল্ডিং এর নিচে ফাটল ধরেছে। মৌসুমি ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোন সময় বেশ কয়েকটি বিল্ডিং ধ্বসে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং এর প্রকৌশলী রাজীবুল হাসান বলেন, সব কাজই নিয়মানুযায়ী করা হয়েছে। অপরিকল্পিত কিছুই হয়নি। প্রাকৃতিকভাবে টানা ভাড়ি বর্ষনে কিছু জায়গায় ধ্বস নেমেছে। আমরা দ্রুত সেই জায়গাগুলো মেরামতে সকাল থেকেই কাজ করছি। এছাড়া ছোটো ছোটো যে সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করছি।