কীভাবে পুলিশের জালে ধরা পড়ল পলাতক এই অভিনেতা

দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে গ্রেফতার হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত ২৯ এপ্রিল লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মডেল সনিকা সিংহ চৌহানের। সেই ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল বিক্রমের বিরুদ্ধে।

বিক্রমের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় পুলিশ মামলা দায়ের করার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন বিক্রম।কীভাবে পুলিশের জালে ধরা পড়ল পলাতক এই অভিনেতা? শেষ পর্যন্ত নির্দিষ্ট খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কসবায় অ্যাক্রোপলিস মলের সামনে থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিক্রম ওই এলাকা দিয়ে যেতে পারেন তা জেনেই নাকাবন্দি চালাচ্ছিল পুলিশ। তখনই একটি গাড়ির ভিতর থেকে বিক্রমকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়েই ধরা পড়েন বিক্রম। গ্রেফতার করার পরেই বিক্রমকে টালিগঞ্জ থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। আজই তাঁকে আদালতে পেশ করা হবে।-এবেলা