কুড়িগ্রামের খ্যাতিমান আইনজীবী এড. চাঁদ’র নাগরিক শোকসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের খ্যাতিমান আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সংস্কৃতিসেবী এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ’র নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) বিকেল ৪টায় শহরের কলেজ মোড়স্থ শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে নাগরিক শোকসভা আয়োজক পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী এডভোকেট কেএস আলী আহমেদ’র সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট কমিউনিস্ট পার্টির সভাপতি ময়জুল ইসলাম ময়েজ, বিশিষ্ট নাগরিক একেএম সামিউল হক নান্টু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, বিশিষ্ট এনজিও সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, পাবলিক প্রসিকিউটর ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন বাদল, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট শামসুল হক সরকার, নারী নেত্রী নন্দিতা চক্রবর্তী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, নাগরিক শোকসভা আয়োজক পরিষদের সদস্য সচিব ও সংস্কৃতিকর্মী সাংবাদিক শ্যামল ভৌমিকসহ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
খ্যাতিমান আইনজীবী এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে জন্মগ্রহন করেন।

চলতি মাসের ১ মে সকাল ১১টা ২০মিনিটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। ১৯৭৩সালে তিনি আইন পেশায় যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইন পেশায় যুক্ত ছিলেন। কুড়িগ্রাম তথা বৃহত্তর রংপুর বিভাগের ফৌজদারী অধিক্ষেত্রে তিনি ছিলেন একজন কিংবদন্তী আইনজীবী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ৬বারের সাবেক সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বারের জ্যেষ্ঠতম আইনজীবী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও টিআইবি—সনাক কুড়িগ্রামের সভাপতি।

বরেণ্য এই ব্যক্তিত্ব কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি তিন পূত্র সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন। অনুষ্ঠানে বক্তারা বরেণ্য এই ব্যক্তির বর্ণাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন।