কুড়িগ্রামে ভিক্ষুকদের পুনর্বাসনে সমাজসেবার সহায়ক উপকরণ বিতরণ

কুড়িগ্রামে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

কুড়িগ্রাম পৌরসভা চত্বরে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮জন প্রতিবন্ধী ভিক্ষুককে ব্যবসার জন্য জনপ্রতি ৪১ হাজার ৫’শ টাকার সমপরিমাণ তেল, ডাল, আটা-ময়দা, চিপস সহ নানা পণ্য প্রদান করা হয়। এতে মোট ৩ লাখ ৩২ হাজার টাকা মালামাল ক্রয় করে তা ভিক্ষুকদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, কুড়িগ্রাম মেয়র কাজিউল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ান এবং পৌর কাউন্সিলরবৃন্দ।

এ ব্যাপারে কুড়িগ্রাম শহর সমাজসেবা কর্মকর্তা মো. আবু সুফিয়ান বলেন-বর্তমান সরকার উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া। আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে কুড়িগ্রামে ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্যদশজনের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।