কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাল্যবিবাহ বন্ধে সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বাল্যবিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল,ইউ’পি চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এমজেএসকেএস-সিএনবি প্রকল্পের প্রকল্প কো- অর্ডিনেটর মাহমুদুল হাসান। আলোচ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড ইলিয়াস আলী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, বিবাহ রেজিষ্টার , ইমাম ও শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য প্লান ইন্টার ন্যাশনালের সহযোগিতায় মহিদেব যুব কল্যাণ সমিতি ভূরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার ১টি পৌরসভাসহ ২৫টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, ইয়্যুথ লিডারসিপও যুবদের উন্নয়নে কাজ করছেন।