কুয়াকাটার সৈকতে দ্বিতীয়বার এলো বিশ্বের চতুর্থ বিষধর সাপ

কুয়াকাটা সমুদ্র সৈকতে দ্বিতীয় বারের মত ভেসে এসেছে ১ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত বিষধর ইয়োলো বিল্ড সী স্নাক্স।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে বিষক্ত এই সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কি কারনে সাপটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ওযার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম তীব্র বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায়না। তবে এটি সংরক্ষনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সীস্নাক্স ভেসে আসে।