কৃষকদের উসকানি দিয়ে ধানে আগুন দেওয়ানো হচ্ছে : খাদ্যমন্ত্রী

ন্যায্যমূল্য না পেয়ে দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ধানক্ষেতে আগুন দেয়ার ঘটনায় উসকানি দেখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, সরকারকে বিপদে ফেলতে ও বিব্রত করতে একটি অশুভ চক্র কৃষকদের উসকানি দিয়ে ধানের জমিতে আগুন দিয়েছে ও দিচ্ছে।

বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন কালে তিনি এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের সঠিক মূল্য না পেলেও একজন প্রকৃত কৃষক কখনও ধানের জমিতে আগুন দিতে পারে না। কারণ কৃষকের উৎপাদিত পণ্য তার সন্তানের মত।

তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে সরকারিভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত থাকলেও তা পরিবর্তন করে আজ থেকেই সরকারি গোডাউন গুলোতে সরাসরি কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বোরো মৌসুমে জেলায় মোট ৫ হাজার ৮৮৩ মেট্রিক টন ধান ২৬ হাজার ১৫২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫ হাজার ৮২২ মেট্রিক টন আতপ চাল ক্রয় করা হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দিন শামীম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সদর উপজেলাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মিল মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।