কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে দেশের বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট কার্যালয় থেকে ব্যালট বিতরণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

এ সময় পুলিশ ও আনসার সদস্যসহ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বুঝে নেন। ব্যালট পেপার দেওয়ার সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তা যাচাই করে হস্তান্তর করেন।

ভোট শুরুর আগে, অর্থাৎ সকাল ৮টার আগেই ৯৩ শতাংশ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে বলে জানা গেছে। তবে দুর্গম এলাকাগুলোতে গতকাল শনিবারই পাঠিয়ে দেওয়া হয়েছে।