‘কোচদের উন্নতিতেও ভূমিকা রাখেন মেসি’

সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। বাঁ-পায়ের জাদুতে এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। যে কোন দলকে দুমড়ে মুচড়ে জয় এনে দেয়ায় পাঁচবারের বর্ষসেরা এই তারকার কোন তুলনা নেই। যে দলে খেলেন তাকে ঘিরেই তৈরি হয় দলের সব কৌশল। হতাশ করেন না এই তারকাও। দলকে এনে দেন দুর্দান্ত সব শিরোপা।

তবে মেসি শুধু দলেরই নয়, কোচদের উন্নতিতেও ভূমিকা রাখছেন। এবার এমন মন্তব্য করলেন তারই সাবেক গুরু ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা।

ডাইরেক্ট স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে সাবেক শিষ্যের প্রশংসা করতে গিয়ে গার্দিওলা বলেন, ‘আমার মতে মেসি শুরু দলেই না, সব কোচদের উন্নতি করেছেন, যারা তাকে কোচিং করিয়েছেন। তার মধ্যে আশেপাশের সবার অবস্থা বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে।’

আসন্ন বিশ্বকাপ নিয়ে এই কোচ বলেন, ‘বিশ্বকাপের গুনাগুন নির্ভর করবে কোচদের সাহসের উপর। যদি তারা আক্রমণাত্মক খেলার কথা ভাবে তাহলে বিশ্বকাপের জন্য দারুণ হবে। বিশেষ করে আপনার দল কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছলে বেশি চাপ অনুভব করবেন।’

নিজের বর্তমান দল ম্যানচেস্টার সিটি নিয়েও কথা বলেন গার্দিওলা। সিটিকে নিয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম, সমর্থকরা সিটি যা ভাবে তার চেয়েও অনেক বড় ও ভালো দল এটি। আমি এখানে অনেকদিন কোচিং করাতে চাই। তবে সবকিছু নির্ভর করছে আমি কেমন অনুভব করছি আর ভালোবাসা পাচ্ছি তার উপর।’