কোম্পানীগঞ্জে পুলিশের ধাওয়ায় জামায়াত কর্মীর মৃত্যু, ২ শিবির কর্মী আটক

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে হেলাল উদ্দিন (৩০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ওই জামায়াম কর্মী নিজ বাড়িতে যাওয়ার পর হার্ট অ্যাটাকে সেখানে মৃত্যুবরণ করেছে। একই সময় পুলিশ দুই শিবির কর্মীকে আটক করে। শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ১১টার দিকে বসুরহাট বাজারে উপজেলা পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন বসুরহাট বাজার এলাকার একজন সক্রিয় জামায়াত কর্মী বলে জানা গেছে। তবে আটক দুই শিবির নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, শনিবারে নিজেদের দলীয় একটি ইফতার পার্টির আয়োজনের জন্য শুক্রবার রাতে স্থানীয় দুই শিবির কর্মী বসুরহাট বাজারের গ্রান্ড হোটেলে যায়। পরে তাদের নিয়ে আসার জন্য মোটরসাইকেল যোগে জামায়াত কর্মী হেলাল গ্রান্ড হোটেলে উপস্থিত হয়। এসময় পুলিশ দুই শিবির কর্মীকে আটক পুলিশের জিপ গাড়িতে উঠায় এবং হেলালকে নিজ মোটরসাইকেল যোগে থানায় আসতে বলে। একপর্যায়ে হেলাল থানায় থেকে দুই গজ দূরে উপজেলা পলিষদের সামনে মোটরসাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধাওয়ায় করে। এতে সে হার্ট অ্যাটাক করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রান্ড হোটেলে শিবিরের তিন কর্মী গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে দুইজনকে পুলিশের জিপ গাড়িতে থানায় নিয়ে আসা হয়। হেলালকে নিজ মোটরসাইকেলে করে থানায় আসতে বলা হয়। কিন্তু সে থানায় না এসে নিজ বাড়িতে চলে এবং সেখানে হার্ট অ্যাটাকে মারা যায়।