কোহলি, আমলাকে লজ্জা দিলেন নারী ক্রিকেটার মেগ ল্যানিং

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেগ ল্যানিং ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি ও হাশিম আমলাদের মতো তারকা ব্যাটসম্যানদের। গতকাল বৃহস্পতিবার চলমান নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন ল্যানিং।

আর এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান হাশিম আমলা, বিরাট কোহলি, কুইন্টন ডি ককদের। শ্রীলঙ্কার বিপক্ষের সেঞ্চুরিটি ছিল ল্যানিং এর ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি। আর সেটা তিনি করেছেন মাত্র ৫৯ ইনিংসে! নারী কিংবা পুরুষ ক্রিকেটারদের মধ্যে টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ল্যানিং ১১টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন।

হাশিম আমলা ১১তম সেঞ্চুরির দেখা পেতে খেলেছিলেন ৬৪ ইনিংস। কুইন্টন ডি কক খেলেছিলেন ৬৫ ইনিংস। আর ভারতের অধিনায়ক বিরাট কোহলি খেলেছিলেন ৮২ ইনিংস! সেখানে মেগ ল্যানিং মাত্র ৫৯ ইনিংস খেলেই করে ফেলেছেন ১১টি সেঞ্চুরি! এর মধ্যে দিয়ে কোহলি, আমলাকে লজ্জা দিলেন নারী ক্রিকেটার মেগ ল্যানিং!

শুধু তাই নয়, মেয়েদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের নারী ক্রিকেটার চার্লোত্তি অ্যাডওয়ার্ডসের।

সবচেয়ে কম ইনিংস খেলে ১১ সেঞ্চুরির মালিক যাঁরা :

ক্র.নং        নাম                     ইনিংস        সেঞ্চুরি

১.           মেগ ল্যানিং (নারী)        ৫৯            ১১
২.           হাশিম আমলা               ৬৪            ১১
৩.          কুইন্টন ডি কক             ৬৫            ১১
৪.           বিরাট কোহলি              ৮২            ১১