খণ্ডবিখণ্ড হবে বিএনপি, ভবিষ্যদ্বাণী কামরুলের

সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে-দলের নেতাদের এমন অভিযোগের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি ভেঙে যাবে হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান নেতৃত্বে থাকলে তার ওপর ‘ঘৃণার কারণে’ বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে যাবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তবে বিএনপিতে ভাঙন ধরাতে সরকারের কোনো চেষ্টা নেই বলেও জানিয়ে দেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপির অভিযোগ সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছেন। সরকার বা আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোনো প্রয়াস নেই।’

‘এগুলো আপনারা করেছেন। বিভিন্ন সময়ে আপনারা সরকারের থাকার সময় করেছেন। আমাদের এগুলো করার কোন অভিপ্রায় নাই।’

আগের দিন রাজধানীতে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার চেষ্টার অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমাদের নেত্রী কারাগারে আছেন। তাকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এমন সময় বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে সরকার।’

‘তারা কতো বড় দুর্বল। দল ভাঙার চেষ্টা করে! আমাদের বিষয়ে মিথ্যা কথা লেখে সোশ্যাল মিডিয়াতে। এই মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।’

তবে কামরুল বলেন, বিএনপি ভাঙবে তারেকের ওপর ঘৃণা থেকে। খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যার নেতৃত্বে দল চলছে সে একজন ফেরারি আসামি। আপনাদের শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারি আসামির নেতৃত্ব মানতে চায় না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙতে পারে।’

‘তাকে (তারেক রহমান) পছন্দ না করার জন্য বিএনপি ভাঙলে আমাদের কিছু করার নাই। আর এই অপছন্দ করার জন্য বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হবে এটাই আমরা মনে করি।’

আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ভোটে আসতে চাচ্ছে না বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা বলছেন।’

‘নির্বাচনে জয়লাভ করতে পারবেন না এ কথা আপনারা জানেন। কাজেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকা যায় এর জন্য দূরভিসন্ধিতে ব্যস্ত হয়ে আছেন।’