খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, সদুত্তর পাইনি : ফখরুল

সংলাপ প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যপারে দাবি জানিয়েছি। এ ব্যাপারে কোন সদুত্তর পাইনি।

বৃহস্পতিবার মধ্যরাতে সংলাপ পরবর্তী এক বৈঠকের পর ড. কামাল হোসেনের বাসায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সন্তুষ্ট নই আগেই বলেছি। ঐক্যফ্রন্টে দেয়া কর্মসূচি চলবে।

ফখরুল বলেন, তফসিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, এটা তাদের এখতিয়ার নয়। এটা নির্বাচন কমিশন দেখবে।

সংলাপ থেকে কি অর্জন হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সময় কি অর্জন হয়? ধারাবাহিকভাবে চলে।

এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আসম আব্দুর রব বলেন, আমাদের ৭ দফা জানিয়েছি। মানা না মানা সরকারের ব্যপার। আমাদের কর্মসূচি চলবে।

এদিকে খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এটা আদালতের বিষয়। আইন আদালতের বিষয় সঙ্গে সংলাপে আসতে পারে না। খালেদা জিয়ার মামলা তত্ত্বাবধায়ক সরকারের মামলা। এটা আমাদের নয়।

বৃহস্পতিবার রাত ৭টার শুরু হওয়া দীর্ঘ সংলাপ শেষ হয় রাত পৌনে ১১টার দিকে। প্রায় পৌনে চার ঘণ্টা চলে এ সংলাপ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।