গভীর সাগরে জাহাজে আটকা পড়েছে ২৫০ পর্যটক

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাগরে আটকা পড়েছে। ওই জাহাজে প্রায় ২৫০ জন পর্যটক রয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি গভীর সাগরে আটকা পড়ে। আটকা পড়া যাত্রীদের উদ্ধারে রওয়ানা দিয়েছে এলসিটি কুতুবদিয়া নামে অপর একটি জাহাজ। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এলসিটি কাজল নামে একটি জাহাজ সাগরে আটকা পড়ার খবর পেয়ে এলসিটি কুতুবদিয়া নামে অপর একটি জাহাজকে দমদমিয়া জাহাজ ঘাট থেকে যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে। ওই জাহাজে অন্তত ২৫০ জন পর্যটক রয়েছেন বলেও জানান তিনি।