গাইবান্ধায় শিক্ষার্থীর হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্কুল শিক্ষার্থী মুক্তি বর্মনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাকারী কাউসারের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ৬ মে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মহিলা ফোরাম গাইবান্ধা শহর শাখার আহবায়ক ইসরাত জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, মহিলা ফোরাম জেলা নেতা প্রতিমা রানী, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সদস্য পরিতোষ কুমার, বাসদ জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা নেতা জিহানুল হক জোহা প্রমুখ।

বক্তারা মুক্তি বর্মনের হত্যাকারী কাউসার এর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে ভোগবাদী অপসংস্কৃতি বন্ধ এবং টিভির নাটক বিজ্ঞাপন সিনেমায় নারীকে অশ্লীলভাবে উপস্থাপন এবং মোবাইলে নোংরা আ্যপস বন্ধ করার জন্য দাবি জানান।