গাইবান্ধায় গভীর কূপে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানির ট্যাংক সদৃশ গভীর কূপে পড়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাইয়ের নাম হলো হাসান (৩০) ও হাবিবুর (২৫)।
তাদের পিতার নাম আফতাব উদ্দিন।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সীমানায় থাকা অরক্ষিত পানির ট্যাঙ্কে (গভীর কূপ) পড়ে গেলে চিৎকার দেন। এসময় তার ভাই হাসান ও প্রতিবেশি মিন্টু উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যান।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মিন্টুসহ মৃত হাসান ও হাবিবুরকে উদ্ধার করে। এ ঘটনায় আহতকে নিকটস্থ পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে, মৃত্যুর খবরে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।