গাইবান্ধায় জাতীয় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবসে শনিবার (২৫ মার্চ) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা।

সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অন্যান্যদের মধ্যে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াস জিকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সিভিল সার্জন ডা: আব্দুল্লাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রসেফর মো. খলিলুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

এদিকে সন্ধ্যায় গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার থেকে একটি আলোর মিছিল বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।