গাজীপুরে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত চার
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী একটি বাসের এক নারী যাত্রীসহ চারজন নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বরমী ইউনিয়নের মাইজপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাহিমা খাতুন প্রিয়া (২২) উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী। তিনি শ্রীপুরের জামান ফ্যাশন ওয়ারস লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে নিহত বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে সোয়া সাতটার দিকে অতিক্রম করে। এরপর বরমী ইউনিয়নের মাইজপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী বাসটি শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন বলে জানান তিনি। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনার ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন