গাজীপুরে ৩টি বিষয়ে কাজ করবেন এসপি শামসুন্নাহার
গাজীপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেছেন, পুলিশের কোনো সদস্য অন্যায় করলে বা জনগণকে হয়রানি করলে কোনো ছাড় দেয়া হবে না। আমরা গাজীপুরে জনবান্ধব পুলিশিং বাস্তবায়ন করতে চাই।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসপি শামসুন্নাহার বলেন, তিনটি বিষয়ে আমি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবো। সর্বোচ্চ শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূল করবো।
তিনি আরও বলেন, গাজীপুরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন অবৈধ যানবাহন বন্ধ করা হবে।
এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গোলাম সবুর, পংকজ দত্ত, আমিনুল ইসলাম, এএসপি সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান ও মাজহারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, মো. আমিনুল ইসলাম, রুহুল আমীন, সাংবাদিক শরীফ আহমদ শামীম, মো. মনিরুজ্জামান, বেলাল হোসেন, রেজাউলবারী বাবুল, তানজিরুল ইসলাম প্রমুখ।
গত ২৬ আগস্ট এসপি শামসুন্নাহার গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চাঁদপুরের পুলিশ সুপার ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন