চট্টগ্রামে করবস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় কবরস্থানের সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয়জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১১ জুন) বেলা ১২টার দিকে থানার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)।

আহত অন্যরা হলেন—মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০) মো. আসিফ (২৪) মান্নান (৩৯) শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে গুলিবিদ্ধ চারজন ও আহত নয়জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। বর্তমানে তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। স্থানীয় একটি কবরস্থানে সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তারা সবাই আহত হয়েছেন।’