চালের কৃত্রিম সংকট সৃষ্টিতে জড়িতদের শাস্তি দাবি

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, এক শ্রেণির অসৎ ব্যবসায়ী চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে বেকায়দায় ফেলতে চায়। এরা অতিরিক্ত চাল মজুত করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

দলটির নেতারা চালের কৃত্রিম সংকট সৃষ্টির নেপথ্যকারীদের খুঁজে বের করতে সঠিক তদন্তের দাবি জানান। একইসঙ্গে মজুতকারীদের চালের গুদাম সিলগালা করে লাইসেন্স বাতিল করার আহ্বান জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ জাগো বাঙ্গালীর চেয়ারম্যান ডা. শেখ হাবিবুর রহমান, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।