জিপ পড়ল খাদে, তিনজনের প্রাণ গেল
বান্দরবানে জিপ উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলার থানচিতে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-চট্টগ্রামের বাজালিয়ার বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ আশু (৫০) ও রুমা উপজেলার বাকলাই পাড়ার বাসিন্দার লালতম বমের ছেলে পায়েল বম (২৭)।
আহতরা হলেন-জুমতম (৫০), সাদ্দাম (২৪), নাসির হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩০) ও মাইন উদ্দিন (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী থানচি উপজেলার সদর ইউনিয়নের নির্মাণাধীন সীমান্ত সড়কে তিন কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারায় শ্রমিকবোঝাই একটি জিপ। এটি পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।
পরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্য, পুলিশসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন