জিয়াকে নিয়ে অস্ট্রেলিয়ান শিল্পীর গান

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণে এবার গান গেয়েছে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী নিকি।

ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার পরিবেশনায় নিক্কির কণ্ঠে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগ ও দেশ গঠনে জিয়াউর রহমানের যে কৃতিত্ব।

এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, নিকি আর এর গান অত্যন্ত আবেগ ঘনীভূত, যা কিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বারবার নাড়া দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অন্যায়, অত্যাচার, নির্যাতনে নিপীড়িত অসহায় বাংলাদেশের মানুষের মুক্তির কাণ্ডারি। তিনি তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড় করিয়ে নিজেদের স্বাবলম্বী করে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। তার বিভিন্ন উদ্যোগের কারণে দেশের কোটি কোটি মানুষ স্বাবলম্বী হয়েছে।