জেমি-জামালে পূর্ণতা পেল জাতীয় দলের ক্যাম্প

প্রধান কোচ জেমি ডে, তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার আগমনে পূর্ণতা পাচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে গত শুক্রবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

ঠিক এক সপ্তাহ পর ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে, তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসি ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিক। এর পাশাপাশি অধিনায়ক জামাল ভূঁইয়াও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ডেনমার্ক এসেছেন। চারদিন কোয়ারেন্টাইনে থেকে তারা অনুশীলনে যোগ দেবেন।

আরেক প্রবাসী ফুটবলার ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী আগেই এসেছিলেন। কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলন মাঠে গেলেও পুরোদ্যমে প্র্যাকটিস করেননি।

কোচ, তার সহকারীরা এবং জাতীয় দলের অধিনায়ক দেশে আসার মধ্য দিয়ে পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের ক্যাম্প।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ নভেম্বর নেপাল ফুটবল দল ঢাকায় আসবে। অতিথি দলটিও চারদিন কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন শুরু করবে।