জেলা আ.লীগের উদ্যোগে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন ও মিসেস সাহানা মহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জেলা শাখার সভাপতি এড আল মাহমুদ পলাশ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সদস্য মো. শাহাজান আলী, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাছিম, আব্দুর রশীদ, শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উপ দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা তাঁতীলীগের সহ সভাপতি মিলন রায়, জাবেদ হোসেন টিপু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার, পৌর শাখার সভাপতি মো. নুরুল হকসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ।