ট্রেনের নিচে ঝাঁপ, মা বাঁচলেও ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছেলেসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ফাতেমা বেগম নামে এক গৃহবধূ।

এ সময় শিশুসন্তান ফাহিম (৪) দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে নিহত হলেও বেঁচে গেছেন মা ফাতেমা। তার মাথায় ও কোমরে আঘাত লেগেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকায় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফাতেমা।

আহত ফাতেমা উত্তর মাসদাইর এলাকার উকিলের বাড়ির ভাড়াটিয়া ভ্যানচালক বাদশাহ মিয়ার স্ত্রী।

স্থানীয় সিদ্দিকুর রহমান জানান, ভ্যানচালক বাদশাহ মিয়া ৪টি বিয়ে করেছেন। এর মধ্যে ফাতেমা প্রথম স্ত্রী। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রীদের নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।

পারিবারিক সেই কলহের জেরে ফাতেমা সকাল সাড়ে ১০টায় হকবাজার এলাকায় শিশু ফাহিমকে (৪) নিয়ে নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় শিশুটি মারা যায় আর ফাতেমাকে আহতাবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে এবং আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ চেষ্টা করছে।