ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নকল, ভেজাল,আনরেজিস্টার্ড,ফুড সাপ্লিমেন্ট,ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে ও রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় সেবন ও সেবন না করার বিষয়ে জনসচেতনতামূলক সভা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তর ঠাকুরগাঁও এর আয়োজনে, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পীরগঞ্জ উপজেলার আওতাধীন লোহাগাড়া বাজার উপ শাখার সহযোগিতায় উপজেলার লোহাগাড়া গোরাজ পুরান মার্কেটে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি লোহাগাড়া বাজার উপ শাখার সভাপতি হামিদুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ঔষধ তত্ত¡াধায়ক জাহিরুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ফার্মাসিস্ট ট্রেনিং এর আহব্বায়ক গোলাম রব্বানী এ সময় লোহাগাড়া বাজারে প্রায় অর্ধ শতাধিক ঔষধ ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।