রোটারী ক্লাব অফ ঢাকা পল্লবী'র উদ্যোগে

ডেঙ্গু প্রতিরোধে শতাধিক বাস্তুহারা পথচারীদের মাঝে মশারী বিতরণ

রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৃথিবীর অধিকাংশ দেশেই মানবিক ও সামাজিক উন্নয়নে রোটারী ইন্টারন্যাশনাল অবদান রেখে আসছে।

রবিবার রাতে রাজধানীর মিরপুরস্থ ৬, ১১, ১২ নং সেকশন সহ সনি সিনেমা হল, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও আনসার ক্যাম্প এলাকায় ফুটপাতে ঘুমন্ত বাস্তুহারা মানুষদের মাঝে প্রায় শতাধিক মশারী বিতরণ করে রোটারী ক্লাব অফ ঢাকা পল্লবী।

রাত ৯ টা থেকে ১২ পর্যন্ত বিতরণ কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সলিম উল্লাহ খান বেলাল।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান নজরুল ইসলাম, রোটারীয়ান রাবেয়া আক্তার, রোটারীয়ান শাহজাহান সিরাজ, রোটারীয়ান শেখ খালেদ সাইফুল্লাহ, রোটারীয়ান ফিরোজ ব্যাপারী, রোটারীয়ান ফয়সাল মাহমুদ, রোটারীয়ান মঞ্জুরুল ইসলাম, রোটারীয়ান মোঃ গিয়াস উদ্দিন, রোটারীয়ান হুমায়ন খন্দকার প্রমূখ।

মশারী বিতরণ কার্যক্রমটি আরও কয়েকদিন চলমান রাখার পাশাপাশি আসন্ন শীত উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহনের ব্যাপারে ঘোষণা দেন অত্র ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সলিম উল্লাহ খান বেলাল।

রোটারী ক্লাব অফ ঢাকার সদস্য রোটারীয়ান গিয়াস উদ্দিন (পরশ) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।