তিন দিন সাগরে ভেসে মৃত্যুর হাত থেকে ফিরল ১৪ জেলে

বাগেরহাট : বঙ্গোপসাগরে তিন দিন ভেসে থাকার পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ভাড়ানী বাজার এলাকার ১৪ জেলে। তবে, ওই এলাকার জলিল মালের ছেলে কামাল মাল (৩৫) পানিতে তলিয়ে গেছে। বাগেরহাটের শরণখোলার মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদারের মালিকানাধীন এফবি আজমীর শরিফ-১ ট্রলারের জেলেরা ওই ১৪ জেলেদের উদ্ধার করে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারস্থ তার বাড়িতে নিয়ে আসে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খোকন হাওলাদার, জাফর সাজি, নুর মোহাম্মদ, শহিদুল হাওলাদার, ইউসুব পন্ডিত, বাসেদ হাওলাদার, মফিজ মিজি, ইউসুব মিজি, কামাল জমাদ্দার, জুয়েল, হারুন পন্ডিত, সিরাজ ব্যাপারী, জসিম মাঝি ও নিরব।

ফিরে আসা জেলে সিরাজুল ইসলাম ব্যাপারী জানান, সোমবার (১৭ সেপ্টেম্বর) গভীর সাগর এলাকায় চরফ্যাশনের নুরাবাদ গ্রামের হারুন পন্ডিতের নামবিহীন একটি ট্রলারে ১৫ জেলে ইলিশ আহরণকালে ট্রলারটি বিকল হয়ে পড়ে। এ সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেলে ডুবে যাওয়া ট্রলার ধরে এবং বিভিন্ন পন্থায় তারা তিন দিন সাগরে ভেসে থাকার পর শরণখোলার তহিদুল তালুকদারের ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করে। এরপর ঝড়ের কবলে পড়ে আজমীর শরীফ-১ ট্রলারটি ভারতে চলে যায়। রোববার সকালে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে শরণখোলায় নিয়ে আসে। রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদার জেলেদের খাবারের ব্যবস্থা করে নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেন।

এদিকে, রায়েন্দা বাজারের মৎস্য ব্যবসায়ী বিলাস রায় কালু জানান, শুক্রবার সাগরে ডুবে যাওয়া উপজেলার রাজৈর গ্রামের সহিদুল ফরাজী এফবি মারিয়া-১ ট্রলরের ৯ জেলেকে ভারত থেকে রোববার সকালে রায়েন্দা মৎস্য আড়তে নিয়ে এসেছে। তবে, ওই ট্রলারের অন্য আট জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি।