তৈরির আগেই ৬ হাজার ইউরো জিতেছে ‘মেড ইন বাংলাদেশ’

বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেন একজন সংগ্রামী নারী পোশাকশ্রমিককে নিয়ে এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’। ছবির মূল চরিত্রে অভিনয় করবেন রিকিতা নন্দিনী। তহবিল সংগ্রহ শেষ হলে আগামী বছর ছবিটির শুটিং শুরু করবেন পরিচালক। এদিকে গত ৮ আগস্ট মঙ্গলবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘আর্টে ইন্টারন্যাশনাল প্রাইজ’ জিতেছে ‘মেড ইন বাংলাদেশ’। পুরস্কার হিসেবে ছবিটি পাচ্ছে ৬ হাজার ইউরো। গত মে মাসে উৎসবের ওপেন ডোরস হাবে নির্বাচিত হয় নির্মিতব্য এই ছবি।

বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমন আর ইশতিয়াক জিকোর পর এবার এই পুরস্কার পেলেন রুবাইয়াত হোসেন।

জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশগুলোতে মুক্ত চলচ্চিত্রের চর্চা নেই বললেই চলে, সেসব দেশের চলচ্চিত্র নির্মাতাদের সহায়তার জন্য কাজ করছে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস হাব’। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। সহযোগী হিসেবে আছে একাধিক এশীয় ও ইউরোপীয় প্রতিষ্ঠান।

একজন মধ্যবিত্ত নারী ও পোশাকশ্রমিকের কাহিনি নিয়ে গত বছর মুক্তি পায় রুবাইয়াত হোসেনের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। তার প্রথম ছবি ‘মেহেরজান’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে।