দাম্পত্য জীবন নিয়ে ‘একটি সন্দেহের গল্প’

একসঙ্গে বসবাস করতে গেলে স্বামী-স্ত্রী পরস্পরকে একটু-আধটু সন্দেহ করেই থাকে। কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহের পরিমাণটা বেড়ে গেলে সেক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। এ নিয়ে দাম্পত্য জীবনে বাগড়া দেয় ঝগড়াঝাটি। এমন গল্পকে নাটকের মাধ্যমে তুলে আনছেন তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি।

দাম্পত্য জীবনে সন্দেহের গল্পে অমি নির্মাণ করছেন নাটক ‘একটি সন্দেহের গল্প’। নাটকের গল্প এবং চিত্রনাট্য সাজানো তারই। শুক্রবার রাজধানীর উত্তরায় নাটকটি শুটিং শুরু হয়েছে। ‘একটি সন্দেহের গল্প’ নাটকে অভিনয় করছেন মিশু সাব্বির, তানজিন তিশা, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ প্রমুখ।

নির্মাতা অমি বলেন, ‘সন্দেহ ছাড়া মানুষ থাকতে পারে না। আবার বেশি সন্দেহ হলেও ঝামেলা! স্ত্রীকে স্বামী সন্দেহ করবেন এটাই স্বাভাবিক। এতে সম্পর্কের ভীত মজবুত হয়। কিন্তু এই সন্দেহের একটা লিমিট রাখা উচিত।’

তিনি বলেন, ‘বউকে বেশি সন্দেহ করলে কী হয়, সেটাই তুলে এনেছি নাটকের মাধ্যমে। আমার বিশ্বাস নাটকটি দেখলে দর্শকদের কাছে ভালো লাগবে।’

এই নাটকে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করছেন মিশু-তিশা। নাটকটির প্রসঙ্গে মিশু বলেন, ‘ঈদের জন্য অনেকগুলো নাটকে কাজ করছি। কিন্তু এই নাটকের গল্পটা সত্যি আমার কাছে আলাদা লেগেছে। খুবই মজার গল্পের একটি নাটক। আর চরিত্রটাও একেবারেও আলদা। সবমিলিয়ে কাজটি খুব এনজয় করছি। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

দৃকের পরিবেশনায় ‘একটি সন্দেহের গল্প’ নাটকটি আগামী ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে বলে জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি।