দিনাজপুর বিজনেস গ্রুপের সেলারদের নিয়ে আলোচনা সভা

দিনাজপুর বিজনেস গ্রুপের উদ্যোগে সেলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের বালুবাড়ী একটি অভিজাত রেস্টুরেন্টে ওই সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, তথ্য প্রযুক্তির সম্ভাবনার এ যুগে নারীর পথচলা আরো সুগম হয়েছে। পাশাপাশি ঘর-সংসার-বাচ্চা সামলেও অধিকাংশ নারী অনলাইন বিসনেস এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। অনলাইন বিসনেস প্লাটফর্মগুলোর মধ্যে দিনাজপুরে ‘দিনাজপুর বিজনেস গ্রুপ’ নামক ১৬ হাজার সদস্য বিশিষ্ট ফেইসবুক গ্রুপ ব্যাপক সাড়া জাগিয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে ও নারী জাগরণে তাদের আরো এগিয়ে নিতে গ্রুপটির আয়োজনে সেলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রুপের এ্যাডমিন বর্ণী আহমেদ, ফিহনা মাহিয়াত, নুসরাত হাসান, ইসমত আরা ইতি, শাম্মী আক্তার লিজা, কানন আহম্মেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর সাদিয়া আফরোজ, আফসানা তিথী, শাওন পারভেজ,তামান্না তাবাসুম, ভোলেন্টিয়ার স্বপ্না শারমিন, মৌরি ইসলাম, সোনিয়া রহমান, ওয়ারিসা হক, নাজিয়া নিতু, আনিকা শাহনাজ, সেঁজুতি কুন্ডু নিশিতাসহ অনেকে।

অনুষ্ঠানে সার্বিক সহোযোগীতায় ছিলেন ইস্প্রিটেড নেটওয়ার্ক ও মিডিয়া পার্টনার চেনেল এন।