বানভাসি মানুষদের সাহাযার্থে পীরগঞ্জে ছাত্র ইউনিয়নের গণচাঁদা সংগ্রহ

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এই দুর্যোগ কবলিত এলাকার মানুষেরা খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। পানিবন্দি মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায় কিংবা নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এসব বানভাসি মানুষদের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তেমনই সুনামগঞ্জসহ আশেপাশে অঞ্চলের বানভাসিদের পাশে দাঁড়াতে স্কুল কলেজ রাস্তা ঘাটে গণচাঁদা সংগ্রহ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলা শাখা । আজ বুধবার দুপুরে পীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বানভাসি মানুষদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেবার জন্য সংগঠনটির নেতা-কর্মীদের ছাত্র,ছাত্রী,শিক্ষক,অভিবাবকদের কাছ থেকে গণচাঁদা সংগ্রহ করতে দেখা যায়।

গণচাঁদা সংগ্রহ কালে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি শুভ শর্মা, সাধারণ সম্পাদক অপূর্ব শর্মা অপু,দপ্তর সম্পাদক শাহিন হোসেন,শিক্ষা ও গবেষনা সম্পাদক বাদশা,সরকারি কলেজ ছাত্র নেতা মেহেদী হাসান অন্তর, রোহিদ,আলভি,প্রবণ রায় সহ উপজেলা ও কলেজ শাখার নেতা-কর্মীদের সাথে বীর মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান শাহ্ ও অংশ নেয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শুভ শর্মা বলেন, ‘সারা দেশের সংগঠনের নেতা-কর্মীরা অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রি পাঠানোর জন্য । সারা দেশের সংগৃহীত অর্থ দিয়ে বন্যা কবলিত জায়গায় আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিবো।

সাধারণ সম্পাদক অপূর্ব শর্মা অপু বলেন, ‘আমরা বানভাসি মানুষের সহযোগিতার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছি সহযোগিতার জন্য। ‘গণচাঁদার পাশাপাশি সামর্থ্যবান মানুষেদের সহযোগিতা করার আহŸান জানিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা।