দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এই প্রকৌশলীকে অপসারণ করেছে ডিএসসিসি।

মঙ্গলবার বিকালে পাওয়া ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে দেখা যায়, গতকাল (২৮ ফেব্রুয়ারি) এই প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়।

আদেশে বলা হয়েছে, ‘এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ জন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯–এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি কেবল বিধি মোতাবেক ৯০ দিনের বেতন পাবেন।’

ডিএসসিসির জনসংযোগ শাখা বলছে, আবদুল্লা হারুন প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। এজন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে।