দেড় কোটি টাকার ইয়াবাসহ পুলিশের এক এএসআই আটক
৩০ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র্যাব। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেলকে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি চালায় তারা। এক পযার্য়ে মোটরসাইকেলে বাঁধা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা।
র্যাব আরও জানায়, আবুল বাশার ব্রাহ্মণবাড়ীয়া জেলার ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার বৈশারকোর্ট এলাকার আবদুল হামিদ মাস্টারের ছেলে।
ফেনীর র্যাব-৭ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার সাফায়াত জামিল ফাহিম ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও তিনি (আবুল বাশার) একাধিকবার ইয়াবা চালান করেছিলেন বলে স্বীকার করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন