নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে একটি র‌্যালি নওগাঁ সার্কেট হাউস থেকে বের হয়ে শহরের বিভিন্ন দিক্ষ প্রদক্ষিণ করে নওগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালেদা মেহেদী হাসান বি পি এএ। নওগাঁ পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক, এস, এম, মলিন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মাদ রাশেদুল হক পিপিএম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,, প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সহ আরো নওগাঁর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও হেলপারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।